পটুয়াখালীর কুয়াকাটা জেলের জালে ৬০ কেজি ওজনের পাখি মাছ ধরা পড়েছে।
- আপডেট সময় : ০১:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৭৭১১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামের একটি ট্রলারে ৬০ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে একনজর দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা।
জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম। মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিসের মাধ্যমে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।
মেসার্স আব্দুল অফিসের স্বত্বাধিকারী ইউসুফ হাওলাদার বলেন, দীর্ঘদিন পরে একটি পাখি মাছ আমার গদিতে এসেছে। এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ে। আগে আরও বেশি ধরা পড়ত। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাহিরে এর চাহিদা বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে।